স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরে একটি ৪ তলা ভবন হেলে পড়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়ার যায়নি।

মোহাম্মদপুরের তাজমহল রোডের সি-ব্লকে ১৯/৪ নম্বর চারতলা ওই ভবনটি শনিবার বিকেলে হেলে পড়ে।

মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দীন বলেন, গত সোমবার ভোরে ভূমিকম্পের ফলে ভবনটি হেলে পড়তে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভবনটিতে ফাটল দেখা দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত রয়েছেন।

(ওএস/এএস/জানুয়ারি ০৯, ২০১৬)