বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের ২৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

১৯৯১ সালের ৯ জানুয়ারী ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে অভ্যন্তরিণ কোন্দলে ছাত্রনেতা মনিরুজ্জামান বাদল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। প্রয়াত ওই ছাত্রনেতার জন্মস্থান বাগেরহাটের শরণখোলায় শনিবার ছাত্রলীগের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল কালোব্যাজ ধারণ, শোকর‌্যালি, স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান।

দিবসটি পালনে সকালে ছাত্রলীগের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীর অংশ্রগহনে শোক র‌্যালি উপজেলা সদর রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মোড়ে ছাত্রলীগের সভাপতি জিয়াউল হাচান তেনজিনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল।

অন্যাদের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা এমএ রশিদ আকন, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন মনি, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, যুবলীগ সভাপতি আবুল হোসেন নান্টু, সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান স্বপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকন্দ ইব্রাহীম সুমন, সহসভাপতি হাসান মীর, কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ছাত্রলীগ নেতা খাইরুল ইসলাম শরীফ।

১৯৯১ সালের ৯ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে অভ্যন্তরিণ কোন্দলে ছাত্রনেতা মনিরুজ্জামান বাদল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই বছর বিশেষ কারণে ওই বছর ৪ঠা জানয়ারির পরিবর্তে প্রতিষ্ঠা বার্ষিকী ৯ জানুয়ারি পালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের সভামঞ্চ সামনে থেকে দলের প্রতিপক্ষরা তাকে ধরে নিয়ে য়ায়। পরে সামছুন্নাহার হলের আবাসিক শিক্ষকদের বাসার মধ্যে নিয়ে তাকে নির্মম ভাবে গুলি করে করা হয়।

(একে/এএস/জানুয়ারি ০৯, ২০১৬)