বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মংলায় পন্যবাহী কার্গোর আঘাতে যাত্রীবাহী ফেরি ট্রলার ডুবির ৫ দিন পর শনিবার সকালে নিখোঁজ যাত্রী মসজিদের ইমাম মাওলানা জাহিদুল ইসলামের (৩৫) লাশ বুড়িরডাঙ্গা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার মধ্য রাতে মংলার নদীর ‘মামার খেয়াঘাট’ এলাকায় এদূর্ঘটনার পর অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন যাত্রী মসজিদের ইমাম মাওলানা জাহিদুল ইসলাম। গুরুত্বর আহত হয় অন্য দুই যাত্রী। যাত্রীবাহী ফেরি ট্রলারটিকে আঘাতকারী এমভি রূপসা অটো রাইস মিল নামের কার্গোটিকে আটক করে পুলিশ।

মংলা ইপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন প্রিন্স জানান, দূর্ঘটনার পর ফেরি ট্রলারের অন্য যাত্রীরা তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন মংলা শহরের মুন্সিপাড়া মসজিদের ইমাম মাওলানা জাহিদুল ইসলাম। শনিবার সকালে বুড়িরডাঙ্গা এলাকায় স্থানীয় লোকজন খালে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধারের পর ইমাম মাওলানা জাহিদুল ইসলামের স্বজনেরা মরদেহটি শনাক্ত করে।

(এসএকে/এইচআর/জানুয়ারি ০৯, ২০১৬)