রাজবাড়ি প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।

রবিবার ১০ জানুয়ারি সকাল পৌনে ৮টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরিগুলো যানবাহন বোঝাই করে উভয় ঘাটে পারের অপেক্ষায় রয়েছে।

পাটুরিয়া ফেরি ঘাট সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এতে দুর্ঘটনার সম্ভাবনা থাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।



(ওএস/এস/জানুয়ারি১০,২০১৬)