মিনারা হেলেন, নিউ ইয়র্ক:  ইসলাম ধর্ম রক্ষা'র নাম করে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এক ব্যক্তি পুলিশ অফিসারকে ১১ রাউন্ড গুলি করে হত্যা করেছেন। গতকাল পুলিশের উপর এ হামলা চালান ওই ব্যক্তি। বন্দুকধারীর বয়স প্রায় ৩০ বছর হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।

'ইসলাম ধর্ম রক্ষা'র নাম করে ওই পুলিশ অফিসারকে প্রায় ১১টি গুলি করেন। বন্দুকধারীকে লক্ষ্য করে ওই পুলিশ অফিসার তিনবার গুলি করেন। ফিলাডেলফিয়ার পুলিশ প্রধান ঘটনাটিকে তাৎক্ষণিত মৃত্যুদন্ড দেয়ার চেষ্টা বলে ব্যাখ্যা করেছেন। সন্দেহভাজন ব্যক্তিটি পায়ে হেঁটে উক্ত স্থান থেকে পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে গ্রেফতার করেন। এ ঘটনার পর ফিলাডেলফিয়ায় থমথমে পরিস্থিত বিরাজ করছে।

(ওএস/এইচআর/জানুয়ারি ১০, ২০১৬)