গাজীপুর প্রতিনিধি :ইজতেমায় মহাসড়কের ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে সন্ত্রাসীরা টঙ্গীর চেরাগআলী মার্কেটের একটি চশমার দোকানে হামলা, ভাংচুর ও ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছে। এতে ওই দোকানের মালিক ওমর ফারুক আহত হয়েছেন।

ওই মার্কেটের ব্যবসায়ীরা জানান, বিশ্ব ইজতেমা উপলক্ষে মহাসড়ক যানজটমুক্ত রাখতে পুলিশ সড়কের উভয় পাশের ফুটপাতের সব দোকানপাট উচ্ছেদ করেছে। কিন্তু ফুটপাতের দোকানের চাঁদা আদায়কারী সন্ত্রাসীরা জোর করে আবারও ফুটপাতে দোকান বসানো অব্যাহত রাখে। শনিবার বিকেলে চেরাগআলী মার্কেটের কলেজ অপটিকসের একটি মাইক্রোবাস দোকানের সামনে ফুটপাতের ধারে পার্কিং করা ছিল। ফুটপাত নিয়ন্ত্রণকারী টঙ্গীর চিহ্নিত সন্ত্রাসী ইসমাইল হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী বিকেল সাড়ে ৪টার দিকে মাইক্রোবাসটি সরিয়ে দুটি দোকান বসাতে চাইলে দোকান মালিক বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ইসমাইল, জনি ও রনির নেতৃত্ব একদল সন্ত্রাসী চশমার ওই দোকানে হামলা চালিয়ে কাচেঁর ডেকোরেশন ও চশমা ভেঙ্গে গুড়িয়ে দেয় এবং দোকানের ভেতর দুটি ককটেল বিষ্ফোরণ ঘটনায়। তারা মাইক্রোবাসটিও (ঢাকা মেট্রো-১৫-৫৫২০) ভাংচুর করে। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত হিসেবে ককটেলের স্প্রিন্টার জব্ধ করে।

দোকান মালিক মনির হোসেন জানান, ফুটপাত নিয়ন্ত্রনকারী এসব সন্ত্রাসীদের কাছে তারা জিম্মি। হামলা ও ভাংচুরে তাদের ১০ লাখ টাকারও বেশী ক্ষতি হয়েছে।

টঙ্গী থানার এসআই এনামুল হক জানান, চশমার দোকানের মাইক্রোবাসটি সরিয়ে মন্ত্রাসীরা দুইটি ভ্যানগাড়ির অস্থায়ী দোকান বসাতে চেয়েছিল। দোকান মালিক মাইক্রোবাস সরিয়ে না নেওয়ায় ওই হামলার ঘটনা ঘটে।


(এসএএস/এস/জানুয়ারি১০,২০১৫)