কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালী থেকে মানবপাচারকারী চক্রের তিনজন সদস্যকে আটক করেছে পুলিশ।  এসময় ওই এলাকার এক চিহ্নিত জলদস্যুকেও আটক করা হয়।

রবিবার ভোর সাড়ে চারটার দিকে মহেশখালী উপজেলার তাজিয়ারকাটা এলাকা থেকে এদেরকে আটক করা হয়।

আটক চারজন হলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত মানবপাচারকারী তাজিয়ারকাটা এলাকার নেছার আহমদের ছেলে আবদুর রহিম (৩০), সিকদার মিয়ার ছেলে আবদুল মালেক (৩৫), আবদুস শুক্কুরের ছেলে জাহাঙ্গীর আলম (২৫) ও চিহ্নিত জলদস্যূ আবদুস সত্তারের ছেলে শফি আলম (৩২)।

মহেশখালী থানার ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌস জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(ওএস/এইচআর/জানুয়ারি ১০, ২০১৬)