আন্তর্জাতিক ডেস্ক : হেডফোন প্রস্তুতকারক এবং সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান বিটস ইলেক্ট্রনিকসকে ৩'শ কোটি ডলারের বিনিময়ে কিনে নিচ্ছে টেক জায়ান্ট অ্যাপল।

সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে অ্যাপল কর্তৃপক্ষ। বিবৃতিতে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন, অ্যাপলের অধীনস্থ হলেও প্রতিষ্ঠানটি হেডফোন প্রস্তুতের পাশাপাশি শ্রোতাদের আকর্ষণীয় মিউজিক উপহার দেয়ার কাজটি চালিয়ে যেতে পারবে। এক্ষেত্রে বিটসের সহকারি-প্রতিষ্ঠাতারাও যোগ দিবে অ্যাপলে।

প্রথম দফায় বিটসকে ২'শ ৬০ কোটি ডলার দেবে অ্যাপল। পরবর্তীতে আরো ৪০ কোটি ডলার পরিশোধ করবে অ্যাপল কর্তৃপক্ষ।

(ওএস/এটিআর/মে ৩০, ২০১৪)