মুন্সীগঞ্জ প্রতিনিধি : রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপিকে অন্ধকারে ঢিল না ছুঁড়ে দলটির নেত্রী খালেদা জিয়াকে পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি ঘুরে দেখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর পদ্মা সেতু সার্ভিস এরিয়ার সভাকক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

পদ্মা সেতু নির্মাণ কাজের ব্যয় নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু নিয়ে এখনো রাজনীতি চলছে। যে সেতু নির্মাণের সঙ্গে ১৬ কোটি মানুষের ভাগ্য জড়িত সেই সেতু নিয়ে বিএনপির রাজনীতি আমাদের অবাক করেছে।’

মন্ত্রী। আরো বলেন, ‘চুরির অভিযোগ এনে বিশ্বব্যাংক চলে গেলেও নিজেস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ এগিয়ে নিয়ে আমরা প্রমাণ করেছি বাঙালি বীরের জাতি’ যোগ করেন

পদ্মা সেতুর নির্মাণে অতিরিক্ত ব্যয়ের কারণ তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্য পরিবর্তনের কারণে এবং কাজের পরিধি বৃদ্বি পাওয়ায় এই ব্যয় বেড়েছে।’

(ওএস/এইচআর/জানুয়ারি ১০, ২০১৬)