শেরপুর প্রতিনিধি :শেরপুরে কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে ১০ জানুয়ারি রবিবার দৈনিক কালেরকন্ঠের ষষ্ঠ প্রতিষ্ঠাবর্ষিকীর আনন্দ উৎসব উদযাপিত হয়েছে। সকালে সাড়ে ১১ টায় শহরের পৌর নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে ‘অনুপ্রেরণা ক্রিকেট একাডেমী’ ও জেলা মহিলা ক্রিকেট দলের নারী ক্রিকেটাররা প্রতিষ্ঠাবার্ষিকীর কেকটি কটেন।

এসময় জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক মানিক দত্ত, শুভসংঘের আহ্বায়ক প্রভাষক তরুণ চক্রবর্তী, আমেরিকা প্রবাসী প্রকৌশলী মনোরঞ্জন দে, এসডিও’র নির্বাহী পরিচালক সঞ্চিব চন্দ বিল্টু, দলিত-হরিজন হিউম্যান রাইটস ডিফেন্ডার শরিফুর রহমান, কালেরকন্ঠের শেরপুর প্রতিনিধি হাকিম বাবুল প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরে নিউমার্কেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

(এইচবি/এস/জানুয়ারি১০,২০১৬)