আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল রোববার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ নেতা মো. নুরুল হক মোল্লার সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ নেতা আ. রইচ সেরনিয়াবাত, আ.ছাত্তার মোল্ল¬া, হালিমুজ্জামান হালিম, ইউনুস আলী মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সহসভাপতি আবু সালেহ লিটন প্রমুখ।


(টিবি/এস/জানুয়ারি১০,২০১৬)