শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক চাপায় মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রের নিহত হওয়ার ঘটনায় দোষিদের শাস্তির দাবিতে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে। আজ রবিবার দুপুরে নাকুগাঁও স্থল বন্দর সড়কের চারআলী এলাকায় মানব বন্ধন কর্মসূচী পালন করে মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়, আব্দুল খালেক স্মৃতি উচ্চ বিদ্যালয়, নাকুগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, এলাকাবাসী ও বন্দরের লোড আনলোড শ্রমিকবৃন্দ। সমাবেশে বক্তারা ঘাতক ট্রাক চালক ও মালিকের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারী মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্র ভাড়া করা একটি মোটরসাইকেল নিয়ে নালিতাবাড়ী শহরে যাওয়ার পথে স্থল বন্দর সড়কের নয়াবিল এলাকায় দাঁড়ানো অবস্থায় একটি খালি ট্রাক বিপরীত দিক থেকে বেপরোয়া চালিয়ে এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন ও একজন হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

(টিবি/এস/জানুয়ারি১০,২০১৬)