বগুড়া প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলর সংর্ঘষে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরেক শিক্ষক।

রবিবার বিকেল সাড়ে ৩টায় বগুড়া-সারিয়াকান্দি সড়কের গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম বাবু (৫২) গাবতলীর চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। আহত শিক্ষক আব্দুল লতিফ মিঠু (৪৪) একই উপজেলার ক্ষিদ্রপেরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে গাবতলী থেকে দুই শিক্ষক একই মোটরসাইলে বগুড়া শহরে আসছিলেন। এ সময় সারিয়াকান্দিগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই খোরশেদ আলম বাবু মারা যান। পরে আহতবস্থায় আব্দুল লতিফ মিঠুকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গাবতলী মডেল থানার ওসি শাহিদ মাহমুদ খান হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

তবে দুর্ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।

(ওএস/এইচআর/জানুয়ারি ১০, ২০১৬)