মেহেরপুর প্রতিনিধি : গাংনীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে পুকুর থেকে বালু উত্তোলনের দায়ে বালিয়াঘাট গ্রামের আনিছুর রহমানকে দুই লাখ ও বামুন্দীর বাবলু বিশ্বাসকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে নিশিপুর বালিয়াঘাট মাঠ ও বালিয়াঘাট মাঠের মধ্যে পৃথক দুটি অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আবুল আমিন জানান, বামুন্দীর বাবলু বিশ্বাস ও বালিয়াঘাট গ্রামের আনিছুর রহমান মাঠে দীর্ঘদিন থেকে নিজের জমির পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার কারণে এলাকার অনেকের আবাদী জমি এখন ভাঙনের শিকার হচ্ছে। ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা দন্ডনীয় অপরাধ।

(এমআইএম/এইচআর/জানুয়ারি ১০, ২০১৬)