রংপুর প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়া উপজেলার লহ্মিটারী ইউনিয়নের শংকরদহ গ্রামে গণধর্ষণের স্বীকার গৃহবধূর সাথে দেখা করতে গিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আইন ও সালিশ কেন্দ্রর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল।

শুক্রবার সকালে তিনি ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তাকে সান্ত্বনা দেন এবং তাকে সব ধরনের আইনি সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় তিনি গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নানকে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

গত ২১ মে রাতে ওই গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বাড়ির পাশে গণধর্ষণ করে গঙ্গাচড়া উপজেলার লহ্মিটারী ইউনিয়নের শংকরদহ গ্রামের ইয়াছিন আলীর ছেলে হাসান আলী(২৮)সহ ১০-১২ জন।

এ সময় গৃহবধূর সাড়ে ৩ বছরের ছেলে জাহিদ হাসানকে ধর্ষকরা শ্বাসরোধে হত্যার পর বাড়ির পাশে পুকুরে ফেলে দেয়।

এ সময় গৃহবধূর চিৎকারে এলাকাবাসী এসে হাসান আলীকে ধরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়ার সময় তার সাঙ্গপাঙ্গরা তাকে ছিনিয়ে নেয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মামলা করেন। পুলিশ মামলার প্রধান আসামি হাসান আলীকে গ্রেফতার করেছে।

গঙ্গাচড়া থানার ওসি আব্দুল মান্নান জানান, অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

(ওএস/এটিআর/মে ৩০, ২০১৪)