রাণীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রাণীশংকৈল থানা পুলিশ রবিবার রাত সাড়ে ৯টায় মাদক সেবনের অপরাধে ইমরান ও নজরুল নামে দুই যুবককে প্রগতি ক্লাব এলাকা থেকে আটক করে। ভ্রাম্যমান আদালতে তাদের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।

থানা সুত্র মতে, রবিবার রাত সাড়ে ৯টায় থানা পুলিশ অভিযান চালিয়ে পদমপুর উমরাডাঙ্গী গ্রামের সিরাজুলের ছেলে ইমরান আলী (২৫) ও মহলবাড়ি গ্রামের মৃত ন্যাংড়া হানিফের ছেলে নজরুল ইসলামকে (২৮) আটক করে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসফাকুর রহমান মাদক দ্রব্য আইনের ১৯৯০ সালের ধারামতে ইমরানের ৬ মাস ও নজরুলকে ১ বছরের কারাদণ্ডাদেশ দেন।।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম এ ব্যাপারে নিশ্চিত করে জানান, সাজা প্রাপ্তদের ঠাকুরগাও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(কেএসএ/এইচআর/জানুয়ারি ১১, ২০১৬)