বরিশাল প্রতিনিধি : জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল মৌ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ মো. গরিব উল্লাহকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। সোমবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

জানা গেছে, সরশী গ্রামের মৃত আলী আহম্মেদ শেখের ছেলে ইউপি সদস্য গরিব উল্লাহ রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। সোমবার সকালে পাশ্ববর্তী উত্তমপুর গ্রামের জনৈক ওয়াসিম খানের পরিত্যক্ত ঘরের মধ্যে স্থানীয়রা রক্তাক্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়।

থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, নিহতের শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছেন, পরিকল্পিতভাবে গরিব উল্লাহকে হত্যা করা হয়েছে।

ওসি আরও জানান, নিহতের লাশের ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(টিবি/এইচআর/জানুয়ারি ১১, ২০১৬)