ভোলা প্রতিনিধি : নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভোলার দৌলতখান উপজেলার মিয়ার হাটে ওমানিয়ান টুপি তৈরিতে ১২ দিনব্যাপী  প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

ইউপিপি উজ্জীবিত কম্পোনেন্টের আওতায় পিকেএসএফের সহযোগিতায় সোমবার দুপুরে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সমন্বয়কারী জাকির হোসেন।

ব্যবস্থাপক শুভ্রত চন্দ্র দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সমন্বয়কারী মোস্তফা কামাল, আহসান উল্লাহ, প্রশিক্ষক মমতাজ বেগম, সেহেল, আলী, রাজিব, মিল্লাত প্রমুখ।

প্রশিক্ষণ কর্মসূচিতে মিয়ারহাট এলাকার ২৫ জন নারী অংশ নেন। একাধারে ১২ দিন এ প্রশিক্ষণ চলবে।


(ওএস/এএস/জানুয়ারি ১১, ২০১৬)