ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া শহরে তুচ্ছ ঘটনার জের ধরে মাদ্রাসা শিক্ষার্থী ও ব্যবসায়ী-ছাত্রলীগের সংঘর্ষে ‍মাসুদুর রহমান (২৫) নামে এক ছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) ভোরে সংঘর্ষে ওই ছাত্রের মৃত্যু হয় বলে জানিয়েছে সহপাঠীরা। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে জানা যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি শহরে চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে বিজিবি সদস্যরা।

নিহত ‍মাসুদুর রহমান পৌর এলাকার ভাদুঘর গ্রামের ইলিয়াস আহম্মেদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই শহরের টিএ রোড, হাসপাতাল রোড, কান্দিপাড়ার মোড়সহ বেশ কয়েকটি স্থানে অবরোধ সৃষ্টি করে মাদ্রাসা ছাত্ররা। তারা মঠের গোড়া এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বিজিবির পাশাপাশি পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে, সোমবার রাতে সংঘর্ষের ঘটনায় পুলিশের ২০ সদস্যসহ অর্ধশত ব্যক্তি আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকশ’ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে। সংঘর্ষ চলাকালে কয়েকশ’ ককটেলের বিস্ফোরণ ঘটেছে।
(ওএস/এস/জানুয়ারি১২,২০১৬)