আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে চার তরুণকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পালিয়ে যাওয়া আরেক তরুণকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

নিউইয়র্কের ব্রুকলিনে একটি খেলার মাঠে ১৮ বছর বয়সি ওই তরুণীকে গণধর্ষণ করে পাঁচ তরুণ। এর আগে মেয়েটি তার বাবার সঙ্গে ছিল। কিন্তু বন্দুকের মুখে তার বাবাকে ওই স্থান ছেড়ে যেতে বাধ্য করে তারা।

ঘটনাটি বৃহস্পতিবার রাতের। মেয়েটির বাবা সাহায্যের জন্য দৌড় দেন কিন্তু ঘটনাস্থলে দুজন পুলিশ কর্মকর্তা আসার আগেই নির্যাতনকারী তরুণরা পালিয়ে যায়। খবর বিবিসি’র।

(ওএস/এস/জানুয়ারি১২,২০১৬)