লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের খাগড়িয়া গ্রামে ট্রলি চাপায় মো. মোস্তফা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় খাগড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে হেঁটে বাড়ির পাশে দোকানে যাচ্ছিলেন মোস্তফা। পথে খাগাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে পেছন থেকে মাটি বহনকারী একটি ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয় দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরির্দশক (এসআই) গণেশ চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/এইচআর/জানুয়ারি ১২, ২০১৬)