বরিশাল প্রতিনিধি : বরিশাল জেলার হিজলা উপজেলার হরিনাথপুর বাজারের তিনটি জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার মধ্যরাতে ডাকাতরা আনুমানিক ১০ ভরি সোনা এবং নগদ দেড় থেকে দুই লাখ টাকা নিয়ে পালিয়েছে।

পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাজারের পাঁচ নৈশ্যপ্রহরীকে আটক করেছে।

হিজলা থানার ওসি গোলাম সরোয়ার বলেন, এটি ডাকাতি নয়, সংঘবদ্ধ চোরচক্র কৌশলে একে একে পাঁচ নৈশ্যপ্রহরীকে বেঁধে রেখে দোকানের তালা ভেঙে ১০ ভরি সোনা এবং নগদ দেড় থেকে দুই লাখ টাকা নিয়ে গেছে।

এ ঘটনায় মঙ্গলবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য নৈশ্যপ্রহরীদের আটক করা হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ে পুলিশের একটি দলও কাজ করছে।

স্বর্ণ ব্যবসায়ী মনিমোহন ভক্ত বলেন, রাতে একদল ডাকাত তার ভাই ধলা ভক্ত, প্রশান্ত কুমার এবং রনজিৎ সাহার দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রশান্ত কুমারের দোকানের সিন্দুকে ব্যবসায়ীরা স্বর্ণ রাখতেন। এ সময় তিনি দাবি করেন প্রশান্ত কুমারের দোকানের একটি সিন্দুকে প্রায় কোটি টাকার স্বর্ণ ছিলো। এছাড়াও তিনটি দোকানেই নগদ টাকা ছিলো।

(ওএস/এইচআর/জানুয়ারি ১২, ২০১৬)