স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন সুজন (২৪) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুজন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাসারা গ্রামের আবুল বাশারের ছেলে। তিনি মহাখালীর রসুলবাগের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

সুজনের বোন আয়শা জানান, আমারা জানতে পেরেছি, সোমবার ওই পোশাক কারখানার সিড়ি দিয়ে নামার সময় সুজন পড়ে যান। বিকেল ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

(ওএস/এইচআর/জানুয়ারি ১২, ২০১৬)