স্টাফ রিপোর্টার : আগামী তিন বছরে ৫০ হাজার নারীকে আইটি প্রশিক্ষণ দেবে সরকার। নারীর আত্মকর্মসংস্থানের ক্ষেত্র আরো সম্প্রসারিত করতে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ল্যাব চালু করতে যাচ্ছে সরকার।

টানা দ্বিতীয় মেয়াদে সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার আগারগাঁও বিসিসি মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কার্যক্রমের উপর ‘মিড দ্য প্রেস’ অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ছয়টি বাসে এ অত্যাধুনিক প্রশিক্ষণ ল্যাব স্থাপন করা হচ্ছে। বাসগুলো সারাদেশে ভ্রমণ করে শিক্ষিত নারীদের আইটি প্রশিক্ষণ দেবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, রবি এবং চীনের আইসিটি সলিউশন সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান হুয়াওয়ে বাংলাদেশ লি. এর যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হবে।

(ওএস/এএস/জানুয়ারি ১২, ২০১৬)