সুনামগঞ্জ প্রতিনিধি : জেলার তাহিরপুর উপজেলায় মদ খেয়ে মাতলামি করার অপরাধে এক মাদকসেবীকে এক বছরের কারাদণ্ড ও ৩ মাদকসেবীকে অর্থ দণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে টাঙ্গুয়ার হাওড়ে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সম্রাট খীসা এ দণ্ডদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- তাহিরপুর উপজেলার ব্রাক্ষ্মনগাঁও গ্রামের মৃত কিতাব আলীর ছেলে হারুন-অর-রশীদ (২৮), একই উপজেলার লাকমা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে মুক্তার হোসেনে (৩৫), একই গ্রামের টাকুরধনের ছেলে আলী হোসেন (৪৮) ও মৃত আব্দুল মান্নানের ছেলে হানিফা (৪২)। এদের মধ্যে হারুন-অর-রশীদকে এক বছরের কারাদণ্ড ও অন্য তিনজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ ব্যাপারে তাহিরপুর থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, উপজেলার বাদাঘাট বাজারে সোমবার দিনগত রাতে মদ খেয়ে মাতলামি করার অপরাধে পুলিশ তাদের আটক করে।

(ওএস/এইচআর/জানুয়ারি ১২, ২০১৬)