কক্সবাজার প্রতিনিধি : মহেশখালী উপজেলার কালামারছড়ার আনন্দ মার্কেট এলাকা থেকে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে।  মঙ্গলবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।

অপহৃত ছাত্রী কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম জানান, দুপুরে ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহৃত হওয়ার পর পুলিশকে জানানো হয়েছে।

কালারমারছড়ার পুলিশ ফাড়ির আইসি (এসআই) নির্মল জানান, অপহরণের পর ওই ছাত্রীকে পাহাড়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অপহৃতকে উদ্ধারে পাহাড়ে পুলিশের অভিযান চালাচ্ছে।

(ওএস/এইচআর/জানুয়ারি ১২, ২০১৬)