রাবি প্রতিনিধি : সর্বহারা দলের নেতা পরিচয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষককে হুমকি দেওয়া হয়েছে।

সোমবার রাতে শাহ্ মখদুম হলের ‍প্রভোস্ট প্রফেসর ড. জাহাঙ্গীর আলম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আজিজুল হককে হুমকি দেওয়া হয়। এছাড়া মঙ্গলবার দুপুরে প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. বিধান চন্দ্র দাসকে একই ব্যক্তি হুমকি দেন।

প্রফেসর জাহাঙ্গীর আলম জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে তপন নামে এক ব্যক্তি সর্বহারা দলের নেতা পরিচয়ে ফোন দেন। তপন তাকে বলেন, ‘আপনার ঝামেলা আছে, আমাদের ছেলেরা আপনার কাছে যেতে চাচ্ছে, আমি আটকে রেখেছি।’ পরে তপন ‘আপনার সাথে আমাদের সাক্ষাৎ হবে’ বলে ফোনের লাইন কেটে দেন।

প্রফেসর ড. আজিজুল হক বলেন, রাতে একই নম্বর থেকে ফোন আসে। পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি পরিচয় না দিয়ে কথা বলতে সময় চান। আমি ব্যস্ত থাকায় তাকে পরে ফোন করতে বলি। উত্তরে ওই ব্যক্তি বলেন, ‘এতো সময় অপেক্ষা করা সম্ভব নয়, আপনি নিজেই কাল দুপুরে আমাকে ফোন করবেন।’

প্রফেসর বিধান চন্দ্র দাস বলেন, দুপুরে একটি অপরিচিত নম্বর থেকে আমার কাছে ফোন আসে। অপর প্রান্তের ব্যক্তি বলেন, ‘রাজশাহীর সাহেব বাজার, নিউমার্কেটের ছেলেরা কি আপনার অফিসে গেছে?’ জবাবে আমি না বললে সেই ব্যক্তি বলে, ‘ তারা আপনার কাছে যেতে যাচ্ছে, আমরা তাদের আটকে রেখেছি। আমাদের বস কথা বলবে, কথা বলুন।’ এ সময় আমি ব্যস্ত আছি বলে ফোন কেটে দেই।

এ ব্যাপারে জানতে চাইলে রাবির প্রক্টর প্রফেসর তারিকুল হাসান বলেন, প্রফেসর জাহাঙ্গীর আলম হুমকির বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি তাকে থানায় ও আমার কাছে অভিযোগ দিতে বলেছি। এর আগেও বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষককে হুমকি দেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হয়েছে।

(ওএস/এইচআর/জানুয়ারি ১২, ২০১৬)