মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি পৌরসভায় স্থগিত হওয়া দুটি কেন্দ্রে মঙ্গলবার সকাল থেকে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষ হয়েছে। জোনারদন্দী কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে ৮ নারীসহ ২৮ জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি পৌরসভার স্থগিত জোনারদন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাষ্টগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়েছে। এ সময় জোনারদন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেয়ার অভিযোগে ৮ নারী ও ২০ পুরুষসহ ২৮ জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এর মধ্যে ১৬ জনকে সর্বমোট ৫১ হাজার ৫০০ টাকা জরিমানা ও ১২ জনকে বিভিন্ন মেয়াদে জেল দেয়া হয়েছে।

জাল ভোট প্রদানকারীরা হলো জোনারদন্দী গ্রামের আনছার, সবুজ, শিমুল, সিরাজুল ইসলাম, আ. ছালাম শিকদার, বেলায়েত, রকিব, পলাশ, আনছার হোসেন, মামুন শিকদার, মিলন শিকদার, টুটুল শিকদার, রেশমা প্রমুখ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুর রহমান ও মো. সাইফুদ্দিন গিয়াস।

(এএসএ/এএস/জানুয়ারি ১২, ২০১৬)