আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের রেডিও এবং টেলিভিশন সুপ্রিম কর্তৃপক্ষ ইসতাম্বুলে বিস্ফোরণের খবর প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে। মঙ্গলবার সকালের দিকে পর্যটন নগরী সুলতানাহমেতের ব্লু মসজিদের কাছে বিস্ফোরণে ১০ জন নিহত হওয়ার পর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দেশটির অনেক সাংবাদিক সরকারি এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বলা হচ্ছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিবিসির তুরস্ক সংবাদদাতা মার্ক লোয়েন টুইটারে সরকারি এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেন, সংকটের সময় মানুষের তথ্যের প্রয়োজন তুরস্ক সরকার তা উপলব্ধি করছে না।

এর আগেও দেশটিতে বেশ কয়েকবার গণমাধ্যমের ওপর হামলা ও বিস্ফোরণের খবর প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়। গত বছরের মার্চে ইস্তাম্বুলে আদালতে জিম্মিদশার খবর সরাসরি প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ২০মিনিটে সুলতানাহমেটের ব্লু মসজিদের কাছে বিস্ফোরণেঅন্তত ১০ জন নিহত হয়েছে। ঘটেছে। জনপ্রিয় পর্যটন নগরী সুলতানাহমেট স্কয়ারের ওই বিস্ফোরণে আরো কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

(ওএস/এএস/জানুয়ারি ১২, ২০১৬)