বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল ও মংলার আটটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের এক হাজার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ব্যক্তি উদ্যোগে স্কুল ব্যাগ ও পোশাকসহ শিক্ষা উপকরন বিতরন করেছেন সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম হয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা বছরের শুরুতে নতুন স্কুল ব্যাগ ও পোশাকসহ শিক্ষা উপকরন পেয়ে উল্লাসে মেতে ওঠে।

মঙ্গলবার দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলার বড়দিয়া হাজী আরিফ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সরদার বোরহান উদ্দিনের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও পোশাকসহ শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠানে ড. শেখ ফরিদুল ইসলাম আশা ব্যাক্ত করেন, সরকারের পাশাপাশি বিত্তবানরা গ্রামের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগীতায় এগিয়ে আসলে শিক্ষা ক্ষেত্রে দেশে আরও অগ্রগতি হবে। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোসলেন্দার আলী, মহাসীন কবির, মো. ফিরোজ কবীর, মাসুদুর রহমান পিয়াল, ইকরাম ফরাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মঙ্গলবার দিনব্যাপী রামপালের শ্রীফলতলা পাইলট হাইস্কুল, ফয়লাহাট হাইস্কুল, গিলাতলা হাইস্কুল, আলীপুর হাইস্কুল, আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড়দিয়া হাজী আরিফ সরকারী প্রাথমিক বিদ্যালয়, মংলার ইসলামী একাডেমি ও সাহেবেরমেঠ ইসমাইল মেমোরিয়াল স্কুলের এক হাজার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও পোশাকসহ শিক্ষা উপকরন বিতরন করা হয়।

(একে/এএস/জানুয়ারি ১২, ২০১৬)