আন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানের মাজার-ই-শরিফে ভারতীয় কনস্যুলেটে  সন্ত্রাসী হামলায় পাকিস্তানি সেনা কর্মকর্তারা জড়িত বলে আফগান পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।

বলখ প্রদেশের পুলিশ প্রধান সৈয়দ কামাল সাদাতকে উদ্ধৃত করে মঙ্গলবার পিটিআইয়ের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

এতে বলা হয়, আমরা নিজেদের চোখে দেখেছি এবং আমি মোটামুটি নিশ্চিত যে, হামলাকারীরা পাকিস্তানি সেনাবাহিনীর সদস্য ছিল। এবং হামলায় তারা বিশেষ কৌশল অবলম্বন করেছিল। ভারতীয় কনস্যুলেটে হামলার পর ২৫ ঘণ্টা আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া ওই হামলাকারীরা ‘ভালো’ সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন বলে মন্তব্য করেন সাদাত। তিনি বলেন, হামলাকারীরা সামরিক বাহিনীর সদস্য ছিলেন। তারা শিক্ষিত ছিলেন। ভালো প্রস্তুতি নিয়ে এসেছিলেন এবং বুদ্ধিমত্তারও পরিচয় দিয়েছেন। তারা আমাদের সঙ্গে লড়াই করেছিল এবং শুধু আল্লাহর রহমতে আমরা তাদের দমন ও নির্মূল করতে পেরেছিলাম।

মাজার-ই-শরিফে ভারতীয় কনস্যুলেট মাজার-ই-শরিফে ভারতীয় কনস্যুলেট ভারতীয় কনস্যুলেটের সামনের ভবনে অবস্থান নিতে হামলাকারীদের যারা সহায়তা করেছিলেন তাদের চিহ্নিত ও আটকের পদক্ষেপ নেওয়া হয় বলে এই পুলিশ কর্মকর্তা জানান। বিষয়টি নিয়ে পুলিশ আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডাইরেক্টরেট অফ সিকিউরিটি-এনডিএস’র সঙ্গে কাজ করছে জানিয়ে সাদাত বলেন, এখানে যারা এসেছিল তারা দারি বা পশতু নয়, উর্দু বলতে পারতো। তার অর্থ দাঁড়ায়, কেউ একজন হামলাকারীদের পথ দেখিয়েছে এবং সহায়তা করেছে।

গত ২ জানুয়ারি পাকিস্তানের সীমান্তবর্তী ভারতের পাঞ্জাবের পাঠানকোটে বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা হয়। ওই হামলার রেশ কাটতে না কাটতেই পরদিন রাতে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বলখের মাজার-ই শরিফ শহরে ভারতীয় কনস্যুলেটে হামলা হয়। কনস্যুলেট ভবনের সামনের সড়কের উল্টো দিকের একটি বাড়িতে অবস্থান নেন হামলাকারীরা। পরে সেখানে অভিযান চালায় আফগান নিরাপত্তা বাহিনী। প্রায় ২৫ ঘণ্টার অভিযানে হামলাকারীদের মৃত্যুর মধ্য দিয়ে এর অবসান ঘটে। ওই ঘটনায় আফগানিস্তানের এক পুলিশ সদস্য নিহত এবং তিন বেসামরিকসহ নয়জন আহত হন।


(ওএস/এস/জানুয়ারি১৩,২০১৬)