নিউজ ডেস্ক : আগামী ৩১ মে, শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় কণ্ঠশীলন প্রযোজিত নতুন নাটক যা নেই ভারতে-এর তৃতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

মহাভারতের কাহিনি অবলম্বনে বর্তমান সময়কে ধারণ করে নাটকটি রচনা করেছেন প্রখ্যাত নাট্যকার, নির্দেশক, অভিনেতা মনোজ মিত্র এবং নির্দেশনা দিয়েছেন মীর বরকত।

নাটকটিতে অভিনয় করছেন আব্দুর রাজ্জাক, একেএম শহীদুল্লাহ কায়সার, সোহেল রানা, সালাম খোকন, অনন্যা গোস্বামী, জেএম মারুফ সিদ্দিকী, নিবিড় রহমান, তনুশ্রী গোস্বামী, নাজনীন আক্তার শীলা, তাসাউফ-ই-বাকি বিল্লাহ রিবিন, সুমন কুমার দে, তৃপ্তি রানী মন্ডল, শামীম রিমু, মিজানুর রহমান, মাহমুদুল হাসান, শাহানা রহমান, মেহেরুন্নেছা অনীক, শরীফ আব্দুল ওয়াহাব, রুহুন ওয়াসাতা, অমিতাভ রায়, অনুপমা আলম, প্লাবন রব্বানী ও ফারিয়া আক্তার সোমা।

১ ঘন্টা ৪০ মিনিটের এ নাটকটির মঞ্চসজ্জা ও আলোক নির্দেশনা দিয়েছেন জুনায়েদ ইউসুফ। সংগীত পরিচালনা করেছেন অসীম কুমার নট্ট। পোষাক পরিকল্পনা করেছেন আইরিন পারভীন লোপা। কোরিওগ্রাফী করেছেন লিনা দিলরুবা শারমিন। নাটকের জন্য দুটি গানের কথা লিখেছেন এ. এফ. আকরাম হোসেন এবং কণ্ঠ দিয়েছেন হানিফ মোহাম্মদ রতন। এছাড়াও নেপথ্য কণ্ঠ দিয়েছেন গোলাম সারোয়ার।

(ওএস/এস/মে ৩০, ২০১৪)