স্টাফ রিপোর্টার : ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশে ব্রিটেনের নতুন হাইকমিশনার অ্যালিসন ব্লেক। তিনি বিদায়ী হাইকমিশনার রবার্ট গিবসনের স্থলাভিষিক্ত হয়েছেন।

বুধবার ঢাকায় পৌঁছেন অ্যালিসন। দুপুরে হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

লন্ডনের বাসিন্দা অ্যালিসন প্রাচীন ও আধুনিক ইতিহাসের ব্যাপারে আগ্রহী। তিনি এ বিষয়েই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৮৩ সালে স্নাতক ডিগ্রি শেষে লন্ডনে প্রত্নতত্ত্ববিদ হিসেবে কাজ শুরু করেন। এরপর অর্থনীতি বিষয়ক একটি গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেন। অ্যালিসন ১৯৮৯ সালে যুক্তরাজ্যের সরকারি চাকরিতে যোগ দেন। তবে, তিনি পেশাদার কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন ১৯৯৬ সালে।

ঢাকায় হাইকমিশনার পদে দায়িত্ব পাওয়ার আগে অ্যালিসন ইসলামাবাদে ব্রিটেনের ডেপুটি হাইকমিশনার ছিলেন।

নতুন দায়িত্ব পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে অ্যালিসন বলেন, ‘ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার হিসেবে নতুন দায়িত্ব পাওয়ায় আমি দারুণ আনন্দিত ও সম্মানিত বোধ করছি। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সাংস্কৃতিক, রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সুসংহত। যুক্তরাজ্য বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন ও নিরাপত্তাসহ স্বার্থ সংশ্লিষ্ট নানা ক্ষেত্রে ঘনিষ্ঠ হয়ে কাজ করছে।’

দু’দেশের বিদ্যমান এ বন্ধুত্ব ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও সংহত করতে প্রত্যয় ব্যক্ত করে অ্যালিসন বলেন, ‘আমি দীর্ঘদিনের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সংহত করতে বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করছি। একইসঙ্গে দু’দেশের মধ্যকার বিস্তৃত সহযোগিতা ‍আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করছি।’

(ওএস/এইচআর/জানুয়ারি ১৩, ২০১৬)