নিউজ ডেস্ক : ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। বুধবার পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা গেছে এতে মোট ৬ হাজার ৮৮ জন প্রার্থী এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন।

পিএসসি সূত্র জানায়, এই বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষায় ২০ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন।

৩৫তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেন। অতীতে কোনো বিসিএসে এত বেশি সংখ্যক প্রার্থী আবেদন করেননি। এক হাজার ৮০৩টি শূন্যপদে নিয়োগ দিতে গত বছরের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। আবেদনের শেষ তারিখ ছিল ৩০ অক্টোবর।

(ওএস/এএস/জানুয়ারি ১৩, ২০১৬)