নিউ ইয়র্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়ার বল লটারির প্রথম পুরুস্কার দেড় বিলিয়ন বা ১৫০ কোটি মার্কিন ডলার পেলেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের চিনো হিলের বাসিন্দা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।

এ ঘটনায় রাতারাতি ধনী হলে গেলেন তিনি। গত বুধবার রাতে অনুষ্ঠিত পাওয়ার বল ড্র নম্বর হলো: ০৮, ২৭, ৩৪, ০৪ এবং ১৯ আর পাওয়ার বল নম্বর ১০। ক্যালিফোর্নিয়া লটারি অ্যাসোশিয়েশন প্রথম পুরুস্কার প্রাপ্তির খবর নিশ্চিত করেছেন।

তবে প্রথম পুরুস্কার বিজয়ীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। নিয়মানুযায়ী তিনি দু'ভাবে পুরুস্কারের অর্থ নিতে পারবেন। ২৯ বছর ধরে ইনস্টলমেন্টে অথবা একসঙ্গে। তা নির্ভর করছে বিজয়ীর ইচ্ছের উপর।

(এম/এস/জানুয়ারি১৪,২০১৬)