সিলেট প্রতিনিধি : সিলেটে শুরু হয়েছে দুই দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা। নগরীর রিকাবীবাজারে মোহাম্মদ আলী জিমনেসিয়াম গ্রাউন্ডে শুক্রবার বিকেলে এ মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সরকারি-বেসরকারি প্রায় ১০০টি প্রতিষ্ঠান মেলায় স্টল দিয়েছে। অনলাইনে সেবা প্রদানের নানা আয়োজন প্রদর্শিত হচ্ছে এসব স্টলে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার। সরকারি বেশির ভাগ অফিসে এখন অনলাইনে দ্রুত সেবা প্রদান করা হয়। কিন্তু না জানার কারণে সাধারণ মানুষ এসব সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি আরো বলেন, মাত্র দুই বছরে বর্তমান সরকার ৫ বছর মেয়াদি ডিজিটাল বিপ্লবের ৮০ ভাগ লক্ষ্যমাত্রা অর্জন করেছে। প্রযুক্তি দুর্নীতি দমনে বড় হাতিয়ার। তথ্যপ্রযুক্তির ব্যবহার যেখানে বেশি, সেখানে দুর্নীতি অনেকটাই কম। তাই তথ্যপ্রযুক্তিকে সরকার সবচেয়ে গুরুত্ব দিয়েছে।

সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সালেহ উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সাংসদ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ। পরে অর্থমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

(ওএস/এস/মে ৩০, ২০১৪)