স্পোর্টস ডেস্ক : অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে পাকিস্তান। টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। আজকের এই ম্যাচে পাকিস্তানের সেরা একাদশে রয়েছেন নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা মোহাম্মদ আমির। তিনজন পেসারের মধ্যে আমির ছাড়াও রয়েছেন ওমর গুল ও ওয়াহাব রিয়াজ।

আর এর মধ্য দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন আমির। নতুন জীবনটা নতুন করেই শুরু করতে চাচ্ছেন তিনি। এ জন্য দেশ ও বাইরের সবার কাছেই একটু সমর্থন আশা করছেন ২৩ বছর বয়সী এই পেসার, ‘যদি কেউ আমাকে খারাপ বলে, তার মানে হলো সে আমাকে ভালো দেখতে চায়। আমি এখানে ভালো হতেই এসেছি। যদি কেউ বলে আমি খারাপ কিছু করেছি, তবে তাদের অবশ্যই আমাকে পরিবর্তিত হওয়ার সুযোগটাও দেয়া উচিত। আমি সবার সমর্থন চাই এবং তাদের দেখাতে চাই আমি বদলে গেছি।’

(ওএস/এইচআর/জানুয়ারি ১৫, ২০১৬)