আন্তর্জাতিক ডেস্ক : কংগ্রেসের সাংসদ ও সাবেক মন্ত্রী শশি থারুর স্ত্রী সুনন্দা পুশকার মুত্যু স্বাভাবিক ছিল না বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

শুক্রবার দিল্লি পুলিশ কমিশনার বি এস বাজ্জি বলেছেন, আমি নিশ্চিত করেই বলছি, এ পর্যন্ত তথ্যপ্রমাণে যা এসেছে, তাতে প্রমাণিত হচ্ছে সুনন্দা পুশকার মৃত্যু ছিল অস্বাভাবিক।

আজ সকালেই সুনন্দা পুশকারের মৃত্যুর আলামত ও ভিসেরা প্রতিবেদন এ২এমএস মেডিক্যাল বোর্ডের কাছ থেকে হস্তগত করেছে দিল্লি পুলিশ। এসব প্রতিবেদন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ল্যাবে পরীক্ষা করা হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে এসব আলামত ওয়াশিংটন ডিসির এফবিআই ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। এসব আলামত পরীক্ষায় জানা গেছে বিষক্রিয়ায় সুনন্দার মৃত্যু হয়েছে। তবে এ২এমএস মেডিক্যাল বোর্ড এর বেশি কিছু জানায়নি।

২০১৪ সালের জানুয়ারিতে পাঁচতারকা হোটেলের একটি স্যুটে সুনন্দার মৃতদেহ পাওয়া যায়। পাকিস্তানি সাংবাদিক মেহের তারার টুইটারে একটি চিঠি পোস্ট করে, যেখানে শশি থারুর সঙ্গে তার প্রেমের সম্পর্কের বিষয়টি উঠে আসে। ওই ঘটনার একদিন পরেই সুনন্দার মৃতদেহ পাওয়া যায়।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

(ওএস/এইচআর/জানুয়ারি ১৫, ২০১৬)