চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বন্দর থেকে বিদেশি মদসহ সোহেল নামে এক বার্থ অপারেটরকে শুক্রবার বিকালে আটক করেছে বন্দরের নিরাপত্তাকর্মীরা। এ সময় বন্দরের ১১ নাম্বর বার্থ অপারেটর মেসার্স এ অ্যান্ড জে ট্রেডার্সের অফিস থেকে ১৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। সোহেল ওই প্রতিষ্ঠানে কর্মরত।

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদেশি মদগুলো অবৈধভাবে জাহাজ থেকে নামিয়ে ওই বার্থ অপারেটর কার্যালয়ে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তাকর্মীরা বার্থ অফিস থেকে ১৩ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এ ঘটনায় মদ পাচারের অভিযোগে সোহেলকে আটক করে বন্দর থানা পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

(ওএস/এইচআর/মে ৩১, ২০১৪)