রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে দুই দিনব্যাপী ইতিহাসের বইমেলা ও প্রফেসর ড. মুনতাসীর মামুনের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার সকালে রাজশাহী কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী মহানগর শাখার আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

ইতিহাসের বই মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মুনতাসীর মামুন, রাজশাহী শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ শফিকুল রহমান বাদশা, রাজশাহী কলেজর অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান।

মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। এ ধরনের বই মেলা রাজশাহীতে প্রথম।

(ওএস/এএস/জানুয়ারি ১৫, ২০১৬)