নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে স্ত্রী ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় অভিযুক্ত  মোহম্মদ সুমনকে (৩০) আটক করেছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় শুক্রবার রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার ভোরে পুলিশ দুজনের মৃতদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন ময়না বেগম (২৯) ও তার মেয়ে নূরজাহান আক্তার স্বপ্না (৭)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ওএস/এইচআর/মে ৩১, ২০১৪)