স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক ঝলক দেখিয়ে আলোচনায় রয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে টোয়েন্টি২০ সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে শুরুতে নিষ্প্রভ ছিলেন অফকাটার। তবে সমর্থকদের একেবারে হতাশ করেননি তিনি, জিম্বাবুয়ের ইনিংসের শেষ দিকে হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন তিনি। যদিও সেটি কাজে লাগাতে পারেননি।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টোয়েন্টি২০ ম্যাচে মুখোমুখি হয়। জিম্বাবুয়ের ইনিংসে ১৮তম ওভারে বল করতে আসেন মুস্তাফিজ। আর প্রথম বলেই চিগুম্বুরাকে বোল্ড করে উইকেটের খাতা খোলেন তিনি। পরে দ্বিতীয় বলেও জোঙ্গউইকে বোল্ড করে আনন্দে ভাসান খুলনাবাসীকে।

কিন্তু সমর্থকদের হ্যাটট্রিকের প্রত্যাশা মেটাতে পারেননি তিনি। পরে ব্যাট করতে নামা উইলিয়ামস তাকে আউট করার কোনো সুযোগই দেননি! আর ইনিংস শেষে ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েই ক্ষান্ত থাকতে হয়েছে এ পেসারকে।

(ওএস/এইচআর/জানুয়ারি ১৫, ২০১৬)