স্পোর্টস ডেস্ক, ঢাকা : জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে অভিষিক্ত উইকেটরক্ষক-ব্যাটসম্যান নূরুল ইসলাম সোহানের পারফরম্যান্সে খুশি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম ম্যাচেই উইকেটের পিছনে তার পারফরম্যান্স এবং ব্যাট হাতে শুরু দেখে প্রশংসার ফুলঝুরি ঝরিয়েছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে চার উইকেটের জয় তুলে নিয়ে সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই উঠে আসে সোহানের প্রসঙ্গ। মাশরাফি জানান, সোহান তার কাজটি ভালোভাবে করতে পেরেছে। সময় এখন তাকে আরো পরখ করার।

বলেছেন, ‘সোহানের কাজ ছিল স্ট্রাইক রোটেট করা, একটি-দুটি চার মারা। সেটা সে পেরেছে। রিল্যাক্সড থাকাটা খুব গুরুত্বপূর্ণ। ওকে দেখে মনে হয়েছে খুব রিল্যাক্সড ছিল। শুরুটা বেশ ভালো। প্রথম ম্যাচেই বিচার করা কঠিন। তবে এই ধরণের ক্রিকেটারকে পেয়ে আমি রোমাঞ্চিত।’

উইকেটের পিছনে থেকে দারুণ একটি থ্রোয়িংয়ে রানআউট করেছেন সোহান। ফিরিয়ে দিয়েছেন ম্যালকম ওয়ালারকে। মূলত, উইকেটরক্ষক হিসেবেই দলে নেওয়া তরুণ এই ক্রিকেটারকে। প্রথম ম্যাচেই তাই বাজিমাত করাতে আনন্দিত মাশরাফি। বললেন, ‘সোহানের কিপিং তো আউটস্ট্যান্ডিং। মুশিও খুব ভালো। তবে সোহান প্রথম ম্যাচ, ভালো করেছে। কিপিংয়েও দারুণ রিল্যাক্সড ছিল। সামনে এসে কিপিং করেছে। ওর স্ট্রেন্থগুলোয় আপ টু দা মার্ক ছিল।’

আরো বলেছেন, ‘সোহান এখনও অনেক তরুণ। কম বয়সে সুযোগ পেয়েছে, এখন অবশ্যই ওই তাড়না আছে মাঠে ছুটোছুটি করার, সবাইকে সক্রিয়া রাখার। এই ব্যাপারগুলি ওর কাছ থেকে আমরা আশা করি। ওকে এজন্যই দলে নেওয়া হয়ছে। ওর যেটা কাজ ছিল সেমটা করতে পেরেছে। আশা করি এটা ধরে রেখে ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরও ভালো কিছু করবে।’

তাই বলে নিয়মিত উইকেটরক্ষক মুশফিককে ভুলে যাচ্ছেন না সীমিত ওভারে বাংলাদেশ দলের এই অধিনায়ক। জানিয়েছেন, গত ৮-১০-১২ বছর ধরে সব পর্যায়ে উইকেটের পিছনে দাঁড়িয়েছেন মুশফিক। আবারো কোন ম্যাচে তাকে উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যাবে।

(ওএস/পি/জানুয়ারি ১৫, ২০১৬)