বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাচিয়া উপজেলার বেড়াগ্রামে জমি সংক্রান্ত বিরোধে মো. বাবু (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার সিরাজুলকে (৩৮) আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুর মৃত্যু হয়।

নিহত বাবু উপজেলার বেড়াগ্রামের আরশাদের ছেলে।

দুপচাচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন জানান, বেশ কয়েকদিন ধরে উপজেলার জিয়ানগরের বেড়াগ্রামে বাজারের দোকানঘর নিয়ে চাচাতো ভাই ও নিকটাত্মীয়দের মধ্যে বিরোধ ছিল। শুক্রবার বিকেল ৪টার দিকে বাবু জোরপূর্বক বাজারের বিবাদমান একটি দোকান খুলে তাতে ধান রাখেন।

এ সময় বিরোধী স্বজনদের সঙ্গে তার ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। এসময় বাবুর শরীরে আঘাত লাগে। এতে বাবু মারাত্মক আহত হলে তাকে দুপচাচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯ টার দিকে বাবু মারা যান।

ওসি জানান, এ ঘটনায় জড়িত হিসেবে একই এলাকার খোরশেদের ছেলে সিরাজুলকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ওএস/এইচআর/মে ৩১, ২০১৪)