আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশটির উত্তর-পূর্বের আসাম ও ত্রিপুরা রাজ্যে সোমবার ভোটগ্রহণের মাধ্যমে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক ভোটযুদ্ধ শুরু হলো। খবর এনডিটিভি, হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়ার।

প্রথম পর্বে আসামের পাঁচটি ও ত্রিপুরার একটি আসনে ভোটগ্রহণ করা হচ্ছে। এখানে ৭৬ লাখেরও বেশি ভোটার রয়েছে। প্রথম দিন মোট ৮৫৮৮টি কেন্দ্রের মধ্যে ১২২১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে।

প্রথম পর্বে আসামের লক্ষ্মীপুর, তেজপুর, কালিয়াবর, জরহাট ও দিবুগড়ে ভোটগ্রহণ করা হচ্ছে।

কংগ্রেস, বিজেপি, এআইইউডিএফ, এজিপি, তৃণমূল কংগ্রেস, এএপি, এসইউসিআই, সিপিআই-এম, এআইএফবি ও এসপি এ আসনগুলোতে প্রতিযোগিতা করছে।

ভোটগ্রহণকে কেন্দ্র করে ভোটকেন্দ্রগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ওই অঞ্চলের ২৭১০টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূরর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।

আসামে আরও দুই ধাপে ১২ ও ২৪ এপ্রিল এবং ত্রিপুরায় দ্বিতীয় ধাপে ১২ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দেশটির সাধারণ নির্বাচনটি মোট ৯ ধাপে ৩৬ দিনব্যাপী (৭ এপ্রিল-১২ মে) অনুষ্ঠিত হবে। মোট ৫৪৩টি আসনে এ ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার রয়েছে ৮১ কোটি ৪০ লাখ ও ভোটকেন্দ্র ৯ লাখ ৩০ হাজার।

লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা ও জনমত জরিপে এ পর্যন্ত ক্ষমতাসীন কংগ্রেসকে পেছনে ফেলে এগিয়ে আছে বিজেপি। কেন্দ্রীয় মসনদে বসতে এই দুই দলের মধ্যে বেশ লড়াই হবে বলে মনে করা হচ্ছে।

(এসএস/এইচআর/এপ্রিল ০৭, ২০১৪)