আন্তর্জাতিক ডেস্ক :আফ্রিকান দেশ বুর্কিনা ফাসোর রাজধানী উয়াগাদুগুর একটি হোটেলে অভিযান চালিয়ে মুখোশধারী বন্দুকধারীদের হাতে জিম্মি থাকা ৩৩ বন্দিকে উদ্ধার করেছে নিরপত্তা বাহিনী। আজ শনিবার দেশটির যোগাযোগ মন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এর আগে দেশটির স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেলটির বাইরে প্রথমে দুটি গাড়ি বোমা হামলা চালায় মুখোশধারী বন্দুকধারীরা। এসময় অন্তত ২০ জন নিহত এবং ১৫ জন আহত হন।

এরপর তিন থেকে চার মুখোশধারী হামলাকারী গুলি ছুড়তে ছুড়তে হোটেলের ভেতরে প্রবেশ করে এবং হোটেলে থাকা দেশটির সরকারি পর্যায়ের একজন উচ্চ পদস্থ কর্মকর্তাসহ অন্যন্যদের জিম্মি করে। পরে জিম্মি ব্যক্তিদের মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী হোটেলের ভেতরে অভিযান শুরু করে। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে আরও বলা হয়েছে, উয়াগাদুগু বিমানবন্দরের কাছে অবস্থিত স্পেনডিড নামে ওই হোটেলটিতে জাতিসংঘের কর্মকর্তারা ও পশ্চিমা দেশগুলোর পর্যটকরা বুকিং নিয়ে থাকে।

(ওএস/এসজানুয়ারি১৬,২০১৬)