মিনারা হেলেন,নিউ ইয়র্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবার কোন ইচ্ছে নেই বর্তমান ফার্স্টলেডি মিশেল ওবামার। তাই তিনি নির্বাচনে লড়বেন এমন ধারণা নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লুসিয়ানায় ভোটারদের সঙ্গে এক আলোচনায় মিশেল সম্পর্কে এ কথা বলেন ওবামা।

এক প্রশ্নের জবাবে ওবামা রসিকতা করে বলেন, ‘জীবনে তিনটি বিষয় নিশ্চিত: মৃত্যু, কর ও মিশেলের প্রেসিডেন্ট নির্বাচনে না লড়া ‘। একই সঙ্গে ওবামা যোগ করেন, আগামী বছরের জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার পর মিশেল তার শিশুদের স্থূলতা রোধে কাজ করার মতো অন্যান্য কর্মকাণ্ড চালিয়ে যাবেন। এতাই হবে তার আসল কাজ।
(ওএস/এস/জানুয়ারি১৬,২০১৬)