পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : পীরগঞ্জের ভেন্ডাবাড়ী ইউনিয়নকে ডিজিটালাইজড করা হয়েছে। ফলে ভূমি বিষয়ক জাতির পিতার সনদ নির্ধারিত সিলিং, ভূমি উন্নয়ন কর পূণর্নির্ধারন, অর্পিত সম্পত্তির প্রত্যার্পন আইন, স্থগিতাদেশ, পুনরায় অর্পিত “খ” তফশীল সম্পত্তির প্রত্যার্পন আইন সীমানা নির্ধারনসহ বিভিন্ন তথ্য প্রযুক্তির সেবা ব্যবহার করা হবে। শনিবার উপজেলার এই ইউনিয়নকে বাংলাদেশের মধ্যে প্রথম ডিজিটালাইজড করা হয়।

অফিসটির অধীনে ২ টি ইউনিয়নের ৪৫ টি মৌজার জমি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম যেমন- জমির নামজারী করনের প্রস্তাব, মৌজার খাজনার পরিমাণ নির্ধারন, খাস জমির পরিমান ও অবস্থান সম্পর্কে অবগত, জমির দাগ, খতিয়ান প্রভৃতি সেবা সমূহ তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘরে বসেই জানার ব্যবস্থা করা হয়েছে।

ওই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরে আলম তার নিজস্ব মেধা, শ্রম ব্যয় করে কাজটি করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে ওই কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন দীর্ঘদিন থেকে ভূমি ব্যবস্থাপনায় জনসাধারনের কিছুটা হলেও হয়রানি পরিলক্ষিত হওয়ায় বর্তমান সরকারের তথ্য প্রযুক্তি সেবা জনগণের কল্যানের কাজের ব্যবহারের অংশ হিসাবে করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম গোলাম কিবরিয়া বলেন- জমি ব্যবস্থাপনায় জনসাধারন যাতে কোন প্রকার হয়রানির শিকার না হয় এবং সরকার ঘোষিত তথ্য সেবা সমূহ জনগণ ভোগ করতে পারে তারই ধারাবহিকতায় ভবিষ্যতে উক্ত কার্যক্রম সমগ্র বাংলাদেশে চালু করা উচিত।

(জেকেবি/এএস/জানুয়ারি ১৬, ২০১৬)