চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পৃথক তিন স্থানে বজ্রপাতের শিকার হয়ে হালের দুটি বলদসহ মান্দার আলী নামে এক কৃষক নিহত ও স্কুলছাত্রীসহ দুই জন আহত হয়েছেন।

শনিবার সকালে দামুড়হুদা উপজেলার নাস্তিপুর, শ্যামপুর ও কুড়–লগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক মান্দার আলী দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের শওকত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোর থেকে চুয়াডাঙ্গায় মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হয়। সকাল ৮টার দিকে নাস্তিপুর গ্রামের কৃষক মান্দার আলী বারান্দায় বসে ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় হালের দুটি বলদও মারা যায়।

এদিকে, প্রায় একই সময়ে শ্যামপুর গ্রামের কামরুজ্জামান যুদ্ধর মেয়ে পঞ্চম শ্রেণি পড়ুয়া নাফিজা খাতুন ও কুড়–লগাছি গ্রামের সত্যর ছেলে মজনু মিয়া বজ্রপাতে গুরুতর আহত হয়। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(ওএস/এইচআর/মে ৩১, ২০১৪)