ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর থানা ছাত্রদলের সদস্য ইলয়াস হোসেন ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। ইলিয়াস ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র মহাবিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের সানারুদ্দীন মোল্লার ছেলে।

এ বিষয়ে শুক্রবার রাতে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে নিখোঁজের পরিবার। এছাড়া শুক্রবার রাতে পুলিশ সদর উপজেলার রাজাপুর গ্রাম থেকে ইলিয়াসের ব্যবহৃত মোবাইল ফোন, বাইসাইকেল ও স্যান্ডেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

এদিকে, ইলিয়াসের বাবা সানারুদ্দীন মোল্লা অভিযোগ করে বলেন, ছাত্রদলের সঙ্গে যুক্ত থাকার কারণেই প্রতিপক্ষ আমার ছেলেকে গুম করেছে।

ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক দাউদ হোসেন জানান, গত উপজেলা নির্বাচনের পর থেকেই ইলিয়াস বেড়বাড়ি ছেড়ে শহরের পাগলাকানাই এলাকায় থাকতেন। গত সোমবার তিনি গ্রামে বেড়াতে গিয়ে নিখোঁজ হন। উপজেলা নির্বাচন নিয়ে প্রতিপক্ষের সঙ্গে ইলিয়াসের পরিবারের দ্বন্দ্ব ছিলো। ওই বিরোধের জের ধরেই তাকে গুম করা হতে পারে বলে পরিবারের সদস্যদের সন্দেহ।

তিনি আরো জানান, ইলিয়াসের উদ্ধার হওয়া মোবাইল ফোনের কললিস্ট যাচাই করে তদন্ত কাজ চলছে। তিনি বলেন, ২/১ দিনের মধ্যেই ফলাফল পাওয়া যাবে।

উল্লেখ্য গত ২৬ মে তিনি নিখোঁজ হন।

(ওএস/জেএ/মে ৩১, ২০১৪)